শিশু...
অবুঝ শিশু বলে হেলা সবাই করে
ধরেনা কেউ হাত মোর মায়ার ডোরে,
আশাহীন ফুটপাতে বাড়ি ঘর বাঁধি
নীরবে চোখের জলে কাঁদি নিরবধি।
পাইনি স্নেহ মায়া মম পিতা মাতার
ঘুচেনা মনের দুঃখ জুটেনা আহার,
দেখেনা পশ্চাদ ফিরে হাহাকারে মরি
পাশ কেটে চলে যায় চড়ে দামি গাড়ি।
আমার মাঝেই নিহিত রাজ্যের সুখ
তৎসম একঝাঁক আশা ভরা বুক,
আগামীর দায় ভার আমারই কাঁধে
ভেঙ্গো নাকো স্বপ্ন মোর মিছে আপরাধে;
দূর্বল তনু যদিও তাজা মন-প্রাণ
গাহি আমি প্রতিক্ষণ দূর্জয়ের গান।
* আমার লেখা প্রথম সনেট।
ধরেনা কেউ হাত মোর মায়ার ডোরে,
আশাহীন ফুটপাতে বাড়ি ঘর বাঁধি
নীরবে চোখের জলে কাঁদি নিরবধি।
পাইনি স্নেহ মায়া মম পিতা মাতার
ঘুচেনা মনের দুঃখ জুটেনা আহার,
দেখেনা পশ্চাদ ফিরে হাহাকারে মরি
পাশ কেটে চলে যায় চড়ে দামি গাড়ি।
আমার মাঝেই নিহিত রাজ্যের সুখ
তৎসম একঝাঁক আশা ভরা বুক,
আগামীর দায় ভার আমারই কাঁধে
ভেঙ্গো নাকো স্বপ্ন মোর মিছে আপরাধে;
দূর্বল তনু যদিও তাজা মন-প্রাণ
গাহি আমি প্রতিক্ষণ দূর্জয়ের গান।
* আমার লেখা প্রথম সনেট।