তীর্থের জন্য ছড়া...
মা বলেছে পড়তে আমায়
কে কার কথা শোনে,
পড়া শোনা কি আর এমন
মন যদি না টানে।
তারচে বরং খেলি চলো
গা'য়ে মেখে ধূলো,
চুন কালিতে মুখ রাঙ্গিয়ে
ভূতের রাজ্যে চলো।
আমি সাজবো মামাতো ভূতে
তুমি চুন্নী শাকে,
মেজাজ কেহ বিগড়ে দিলে
কামড়ে দেবো নাকে।
ডিগবাজী দিই মনের সুখে
ভেংচি কেটে আরো,
গাছ গাছালি ছাত্র মোদের
ধরে ওদের মারো।
দিনের শেষে সূর্য্য যখন
ফেরে তাহার ঘরে,
সুবোধ ছেলে বই খাতাতে
মায়ের কাছে পড়ে।
তুমি সুবোধ আমি সুবোধ
অবোধ কেহ নাই,
জীবনটাকে গড়তে হলে
পড়া-শোনা চাই... :)
কে কার কথা শোনে,
পড়া শোনা কি আর এমন
মন যদি না টানে।
তারচে বরং খেলি চলো
গা'য়ে মেখে ধূলো,
চুন কালিতে মুখ রাঙ্গিয়ে
ভূতের রাজ্যে চলো।
আমি সাজবো মামাতো ভূতে
তুমি চুন্নী শাকে,
মেজাজ কেহ বিগড়ে দিলে
কামড়ে দেবো নাকে।
ডিগবাজী দিই মনের সুখে
ভেংচি কেটে আরো,
গাছ গাছালি ছাত্র মোদের
ধরে ওদের মারো।
দিনের শেষে সূর্য্য যখন
ফেরে তাহার ঘরে,
সুবোধ ছেলে বই খাতাতে
মায়ের কাছে পড়ে।
তুমি সুবোধ আমি সুবোধ
অবোধ কেহ নাই,
জীবনটাকে গড়তে হলে
পড়া-শোনা চাই... :)


0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন