একশ কথা...

একশ কথার একশ মানে
একশ জনে বলে,
একশ মানুষ এক না হলে
একশ পথে চলে।

একশ পেশার একশ মানুষ
একশ কাজের ধরণ,

একশ টাকায় শিশু বিক্রি-
হচ্ছে ক্ষুধার কারণ।

একশ দিনে একশ রাত
একশ বারই আসে,
একশ বছর পরেও বদল
হয়না বছর মাসে।

একশ পয়সায় একশ খরচ
একশ বছর আগে,
একশ পয়সা ভিক্ষা দিলেও
নেয় না কেউ এ যুগে।

একশ চিন্তা একটা মাথায়
একশ প্যাঁচে পড়ে,
একশ নিয়ে লিখলাম ছড়া
একশ চেষ্টা করে।

জবরুল আলম সুমন
সিলেট।
২৪শে জুলাই ২০১১ খৃষ্টাব্দ।

0 মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

    আমার ব্লগে আপনাকে স্বাগতম

    নিজের লেখা দিয়ে নিজের মতো করে এই ব্লগটি সাজানোর চেষ্টা করেছি, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তবেই আমার এই শ্রম স্বার্থক হবে। ব্লগটি পরিদর্শন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগটি আজ দেখা হয়েছে মোট

ইতিহাসের এই দিনে

Flickr Images

2014 © জবরুল আলম সুমন কর্তৃক. Blogger দ্বারা পরিচালিত.

এক ঝলকে আমি

আমার ফটো
নিজের সম্পর্কে বলার মত সঞ্চয় আমার নেই। নিজেকে স্বচ্ছ আয়নার মতই ভাবি, আমার প্রিয় বন্ধুরা যখন আমার সামনে এসে দাঁড়ায় আমি তখন তাদের প্রতিবিম্ব মাত্র। তাতেই আমার সুখ। গান শুনতে পছন্দ করি, পছন্দ করি লিখতে আর সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি অচেনা পৃথিবীটাকে চেনার জন্য।

এই ব্লগটি সন্ধান করুন


Recent Comments