একশ কথা...
একশ কথার একশ মানে
একশ জনে বলে,
একশ মানুষ এক না হলে
একশ পথে চলে।
একশ পেশার একশ মানুষ
একশ কাজের ধরণ,
একশ টাকায় শিশু বিক্রি-
হচ্ছে ক্ষুধার কারণ।
একশ দিনে একশ রাত
একশ বারই আসে,
একশ বছর পরেও বদল
হয়না বছর মাসে।
একশ পয়সায় একশ খরচ
একশ বছর আগে,
একশ পয়সা ভিক্ষা দিলেও
নেয় না কেউ এ যুগে।
একশ চিন্তা একটা মাথায়
একশ প্যাঁচে পড়ে,
একশ নিয়ে লিখলাম ছড়া
একশ চেষ্টা করে।
জবরুল আলম সুমন
সিলেট।
২৪শে জুলাই ২০১১ খৃষ্টাব্দ।
একশ জনে বলে,
একশ মানুষ এক না হলে
একশ পথে চলে।
একশ পেশার একশ মানুষ
একশ কাজের ধরণ,
একশ টাকায় শিশু বিক্রি-
হচ্ছে ক্ষুধার কারণ।
একশ দিনে একশ রাত
একশ বারই আসে,
একশ বছর পরেও বদল
হয়না বছর মাসে।
একশ পয়সায় একশ খরচ
একশ বছর আগে,
একশ পয়সা ভিক্ষা দিলেও
নেয় না কেউ এ যুগে।
একশ চিন্তা একটা মাথায়
একশ প্যাঁচে পড়ে,
একশ নিয়ে লিখলাম ছড়া
একশ চেষ্টা করে।
জবরুল আলম সুমন
সিলেট।
২৪শে জুলাই ২০১১ খৃষ্টাব্দ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন