অভিমানের ঝড়... (লিরিক)
পানসে দিন তুমি হীন প্রতিদিন
স্বপ্ন মন আজ এখন বেরঙ্গীন,
শব্দহীন মনবীণা আর বাজেনা
হাতে হাত রেখে-
সুদূর চলা বুঝি আর হলনা;
ভেঙ্গে গেছে ঘর আমি বেখবর
হারাবার সব হারিয়ে গেছে,
খোঁজনা আমায় নেই বুঝি দায়
মনের খেলায় মন হার মেনেছে।
খুব অভিমানে আছো যে গোপনে
আমায় মনে আর পড়েনা জানি,
আমিও এখন নেই আগের মতন
পুড়ে পুড়ে হয়ে গেছি অভিমানী;
উড়ছে ধোঁয়া ঠোঁটের ভাঁজে
মন ভালো নেই মন-
বসেনা কাজে।
বয়ে গেলো ঝড় ভেঙ্গে বাঁধা ঘর
হারাবার যা ছিলো হারিয়ে গেছে,
আমি ভবঘুরে সব ছেড়ে ছুড়ে
মনের খেলায় মন হার মেনেছে।
জবরুল আলম সুমন
সিলেট।
২৩শে সেপ্টম্বর ২০১২ খৃষ্টাব্দ।
স্বপ্ন মন আজ এখন বেরঙ্গীন,
শব্দহীন মনবীণা আর বাজেনা
হাতে হাত রেখে-
সুদূর চলা বুঝি আর হলনা;
ভেঙ্গে গেছে ঘর আমি বেখবর
হারাবার সব হারিয়ে গেছে,
খোঁজনা আমায় নেই বুঝি দায়
মনের খেলায় মন হার মেনেছে।
খুব অভিমানে আছো যে গোপনে
আমায় মনে আর পড়েনা জানি,
আমিও এখন নেই আগের মতন
পুড়ে পুড়ে হয়ে গেছি অভিমানী;
উড়ছে ধোঁয়া ঠোঁটের ভাঁজে
মন ভালো নেই মন-
বসেনা কাজে।
বয়ে গেলো ঝড় ভেঙ্গে বাঁধা ঘর
হারাবার যা ছিলো হারিয়ে গেছে,
আমি ভবঘুরে সব ছেড়ে ছুড়ে
মনের খেলায় মন হার মেনেছে।
জবরুল আলম সুমন
সিলেট।
২৩শে সেপ্টম্বর ২০১২ খৃষ্টাব্দ।
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন