ভেতর বাহির এবং আমি...

১.
ট্রেনের ফ্ল্যাট ফর্মে দাঁড়িয়ে
যে দুটো চোখ আমাকে
গিলে খেতে চেয়েছিলো-
ও দুটো চোখের বাহির দেখেছি শুধু,
দেখিনি ভেতরের চঞ্চলতা।
আমার উদাস দৃষ্টি সেই চঞ্চলতাকে
সম্পূর্ণ অগ্রাহ্য করে  কাঁচের জানলা
বেয়ে পৌছে গিয়েছিলো
খুব কাছে থেকে বহুদূর।

২.
আমি তার মুখোমুখি সেও আমার
একই কম্পার্টমেন্টের ভেতর,
আমার চঞ্চল হৃদয় তাকে গিলে খেতে চায়
সে চায়না না আমায়।
বহুদূরে নিক্ষেপিত দৃষ্টি স্থিতিশীল হয়না,
মরিয়া হয়ে উঠে ভেতরে আসার জন্য-
অথচ তার ফর্সা বাহির দেখে
সহজে ধরা পড়েনা ভেতরের অন্ধকার।

৩.
আর কিছুক্ষণ পরেই ট্রেনের চাকাগুলো
নিথর হয়ে যাবে পাথরের মতোন,
সজীব হয়ে উঠবে ভ্রমনক্লান্ত প্রাণগুলোও।
আমিও উঠে দাঁড়িয়েছি নেমে যাবো বলেই
"জনাব, কিছু ফেলে গেলেন কি ?"
বাসের মতোন লেখা ভেসে উঠেনা ট্রেনের দরজায়
তবুও আমি স্মরণ করি কিছু ফেলে গেলাম কি ?

জবরুল আলম সুমন
বাণীনগর, লালমনির হাট।
১লা জুন, ২০১১ খৃষ্টাব্দ।

1 মন্তব্য:

নামহীন বলেছেন...

Chomotkar ekta kobita. Khub valo lago.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

    আমার ব্লগে আপনাকে স্বাগতম

    নিজের লেখা দিয়ে নিজের মতো করে এই ব্লগটি সাজানোর চেষ্টা করেছি, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তবেই আমার এই শ্রম স্বার্থক হবে। ব্লগটি পরিদর্শন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

জনপ্রিয় পোস্টসমূহ

ব্লগটি আজ দেখা হয়েছে মোট

ইতিহাসের এই দিনে

Flickr Images

2014 © জবরুল আলম সুমন কর্তৃক. Blogger দ্বারা পরিচালিত.

এক ঝলকে আমি

আমার ফটো
নিজের সম্পর্কে বলার মত সঞ্চয় আমার নেই। নিজেকে স্বচ্ছ আয়নার মতই ভাবি, আমার প্রিয় বন্ধুরা যখন আমার সামনে এসে দাঁড়ায় আমি তখন তাদের প্রতিবিম্ব মাত্র। তাতেই আমার সুখ। গান শুনতে পছন্দ করি, পছন্দ করি লিখতে আর সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি অচেনা পৃথিবীটাকে চেনার জন্য।

এই ব্লগটি সন্ধান করুন


Recent Comments