এলোমেলো
দিন শেষে টুপ করে
সন্ধ্যা নামে
আধ খাওয়া বেওয়ারিশ
চুইং গামে;
না লেখা চিঠি খানার
নীল খামে,
ছুটে যাওয়া মেঠো পথে
হঠাৎ থামে।
জানলার শিকে ঝুলে
স্বপ্নগুলো,
পাশ বালিশের গায়ে
জমছে ধূলো;
মরচে পড়ে ছিঁড়ে
গীটারের তার,
টুং টাং সুরে সে
বাজছে না আর।
অচেনা সবই লাগে
চেনা রাত দিন,
নিকোটিনের কাছে খুব
বাড়ছে যে ঋণ;
চোখ বুজে এলোমেলো
কি যে লিখি ছাই,
কিবা মানে কেবা জানে
কিছু বুঝি নাই।
জবরুল আলম সুমন
সিলেট।
১২/১১/১২
সন্ধ্যা নামে
আধ খাওয়া বেওয়ারিশ
চুইং গামে;
না লেখা চিঠি খানার
নীল খামে,
ছুটে যাওয়া মেঠো পথে
হঠাৎ থামে।
জানলার শিকে ঝুলে
স্বপ্নগুলো,
পাশ বালিশের গায়ে
জমছে ধূলো;
মরচে পড়ে ছিঁড়ে
গীটারের তার,
টুং টাং সুরে সে
বাজছে না আর।
অচেনা সবই লাগে
চেনা রাত দিন,
নিকোটিনের কাছে খুব
বাড়ছে যে ঋণ;
চোখ বুজে এলোমেলো
কি যে লিখি ছাই,
কিবা মানে কেবা জানে
কিছু বুঝি নাই।
জবরুল আলম সুমন
সিলেট।
১২/১১/১২
0 মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন